Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

এক নজরে

 

পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়, খুলনা বিভাগ, খুলনা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন নির্বাহী ও নিয়ন্ত্রণকারীসংস্থা সমূহের মধ্যে একটি। এই দপ্তরটি বিভাগীয় কমিশনার সেক্রেটারিয়েট(৩য় তলা), বয়রা, খুলনা তে অবস্থিত। এই দপ্তরের প্রধান কাজ খুলনা বিভাগের বিভিন্নজেলা ও উপজেলা পর্যায়ে তাঁহার নিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠান সমূহে স্বাস্থ্য সেবানিশ্চিতকরণ। ইহা ছাড়া এই কার্যালয় স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রনালয়েরস্বাস্থ্য সেবা সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা ও প্রদানকরিয়া থাকে। এই দপ্তর টি এক সময় স্বাস্থ্য উপপরিচালক এর কার্যালয় ছিল (ডিডিঅফিস)।পরবর্তিতে  ইহা পরিচালক (স্বাস্থ্য), খুলনা বিভাগ, খুলনা এর কার্যালয় হিসাবে উন্নীত হয়। পরিচালক (স্বাস্থ্য) এই দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালনকরেন।তাঁহাকে একজন উপপরিচালক সহায়তা প্রদান করেন।ইহা ছাড়া চার জন সহকারী পরিচালকসহ অন্যান্য চল্লিশ জন কর্মকর্তা-কর্মচারী এই কার্যালয়ে কর্মরতআছেন। এই বিভাগের আওতাধীন প্রতিটি জেলায় সিভিল সার্জন এবং উপজেলা সমূহেউপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা নির্বাহী প্রধান হিসেবেদায়িত্ব পালন করেন।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)