Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টারঃ

পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়, খুলনা বিভাগ যে সমস্ত দায়িত্ব/কার্যাবলী পালন করে থাকে  তা নিম্নরুপ:

·         বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সহ বিভাগের আওতাধীন সকল জেলারদায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ন্ত্রনকারী কর্মকর্তা হিসাবে কাজ করা।

·         সরকারী বিধি মোতাবেক সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হয়।

·         বিভাগের আওতাধীন সকল সিটি কর্পোরেশনে  ক্লিনিক ও প্যাথলোজিক্যাল ল্যাবরেটরীর লাইসেন্স প্রদানের জন্য পরিদর্শণ পূর্বক প্রতিবেদন প্রদান করা হয়।

           বিভাগের আওতাধীন হাসপাতাল সমূহের চিকিৎসা সেবা কার্যক্রম তদারকি ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা।

·         বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা সমূহে চলমান বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম সুপারভাইজ ও মনিটরিং করা।

·         বিভিন্ন পর্যায় থেকে স্বাস্থ্য সেবা ও কর্মকান্ডসহ স্বাস্থ্য ওজনসংখ্যা সংক্রান্ত সঠিক তথ্য সংগ্রহ, সংরক্ষন, প্রতিবেদন তৈরী ও এরভিত্তিতে কর্মকান্ড মূল্যায়ন করত আওতাধীন প্রতিষ্ঠান সমূহে ফিডব্যাকপ্রদান।

·         বিভাগের আওতাধীন জেলা, উপজেলা ও কমিউনিটি পর্যায়ের প্রতিষ্ঠানসমূহে ই-সেবা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করা ও এ সংক্রান্ত কার্যক্রমমনিটরিং করা।

·         কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল ডিজিস সমূহের চিকিৎসার ব্যাপারে যথাযথ মনিটরিং করা।

·         ইপিআই কার্যক্রম সহ মাঠ পর্যায়ের সকল কাযক্রম মনিটরিং করা।

·         বিভাগের আওতাধীন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান ও মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবা কার্যক্রম মনিটংরিং ও মূল্যায়ন করা।

·         এইচ পি এনএস ডি পিএর অপারেশনাল প্লানের আওতাভুক্ত বিভাগীয় পর্যায়ে সমস্ত কার্যক্রম সুপারভিশন ও মনিটর করা।

.         তথ্য প্রদানকারী কর্মকর্তার মাধ্যমে চাহিদা মোতবেক সকল প্রকার তথ্য প্রদান করা।